Image description

পটুয়াখালীর দশমিনায় নৌকা বাইচ, সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার দশমিনা সদর ইউনিয়নের কাটাখালী আশ্রায়ণ প্রকল্পের দীঘিতে নৌকা বাইচ, সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া একই দিন বিকালে লাঠিখেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় গ্রামবাসী ও যুব সমাজ ওই প্রতিযোগিতার আয়োজন করে। বিএনপি নেতা আজাহার সিকদারের সভাপতিত্বে ও সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বশারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলিম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জিয়া তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম খান ও মো. আমিনুল ইসলাম মৃধা প্রমুখ।