Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে বিজয়ী করার লক্ষ্যে জেলা বিএনপির সাথে তৃণমূল বিএনপির আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সিংড়া গোল ই আফরোজ সরকারি কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, উপজেলা বিএনপির সদস্য সচিব সারফুল ইসলাম বুলবুল প্রমুখ।

বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর পক্ষে ধানের শীষের প্রচার-প্রচারণা ও কাজ করার আহ্বান জানান।