Image description

কুড়িগ্রামের রৌমারীতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ সবুজ মিয়া (২৪) ও রাসেল মিয়া (২২) নামের চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে উদ্ধার হওয়া মোটরসাইকেলসহ রৌমারী থানায় আনা হয়।

আটককৃতরা হলেন— সবুজ মিয়া রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি এলাকার আব্দুল খালেকের ছেলে ও রাসেল মিয়া একই ইউনিয়নের বদরপুর এলাকার মৃত জিয়ারুল হকের ছেলে।

রৌমারী থানার ওসি সেলিম মালিক জানান, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকার রাস্তায় মোটরসাইকেল রেখে পুকুরে মাছের খাদ্য দিচ্ছিলেন আবু সাঈদ নামে এক ব্যক্তি। এ সময় মোটরসাইকেলের তার কেটে চালু করে নিয়ে যায় চোর চক্রের সদস্য সবুজ মিয়া (২৪) ও রাসেল মিয়াসহ (২২) চারজন। এ সময় তাঁদের ধাওয়া করলেও ধরতে পারেননি। এ ঘটনায় রৌমারী থানায় একটি চুরির মামলা করেন তিনি। তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় অভিযান চালান রৌমারী থানার এসআই তাজুল ইসলাম, এএসআই আশরাফুলসহ সঙ্গীয় ফোর্স। এ সময় ওই চোরকে গ্রেফতার করা হয় ও তাঁদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, অন্যান্য চোর চক্রের সদস্যদের সন্ধান জানতে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার হওয়া ওই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।