শ্রীমঙ্গলে রেলপথ সংস্কার ও দুই জোড়া স্পেশাল ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীর ঘোষিত আট দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে এবং অতিরিক্ত কয়েকটি যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় স্থানীয় সাধারণ মানুষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (ফারিয়া), শ্রীমঙ্গল-এর সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মো. কাওছার ইকবাল, এম এ রহিম নোমানী, শিক্ষক মো. একরামুল কবির, সাংবাদিক মো. আমজাদ হোসেন বাচ্চু, শ্রীমঙ্গল সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহ-সভাপতি কাজী আছমা বেগম, সাংবাদিক সঞ্জয় দেব, আব্দুল কাদির, সাইয়িদুল ইসলাম সাজু, মানবাধিকার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, শাহ মাসুদ আহমেদ প্রমুখ।
মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, "সিলেট রোডে দুই জোড়া স্পেশাল ট্রেন চালু ও রেলপথ সংস্কার এখন সময়ের দাবি।"
তাঁরা অভিযোগ করেন, "ঢাকা–সিলেট মহাসড়কের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে, এতে যাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগ সীমাহীন হয়ে পড়েছে।" বক্তারা সতর্ক করে বলেন, "যৌক্তিক এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে শ্রীমঙ্গল থেকেই বৃহত্তর আন্দোলন শুরু হবে।"
তাঁদের দাবি, "গত তিন দশক ধরে সিলেট বিভাগ রেল ও সড়ক উন্নয়নে বঞ্চিত হয়ে আসছে। ব্রিটিশ আমলের পুরোনো রেলপথ ও দুর্বল অবকাঠামো এখন জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে।"
বক্তারা আরও বলেন, "ছয় ঘণ্টার পথ এখন কখনো কখনো ১০ থেকে ২৪ ঘণ্টায় পাড়ি দিতে হয়, ট্রেনের টিকিট পাওয়া যায় না, আর আকাশপথে গুনতে হয় ঢাকা–কলকাতার চেয়েও বেশি ভাড়া। এই অচলাবস্থা নিরসনে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।"
তাঁরা মনে করেন, "বৃহত্তর সিলেট অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে ঐক্য, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি। রেল ও সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ছাড়া এই অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা পূর্ণতা পাবে না।"
আয়োজকরা জানান, "শ্রীমঙ্গলবাসীর এ ঐক্যবদ্ধ উদ্যোগ শুধু স্থানীয় দাবির প্রতিফলন নয়, বরং এটি বৃহত্তর সিলেট অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ।"
Comments