Image description

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভা সদরস্থ সিটি সেন্টারের সামনে বৃহত্তর চন্দনাইশ-সাতকানিয়া আংশিকের ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ আয়োজনে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী ফ্রন্ট চন্দনাইশ শাখার সভাপতি মাওলানা ফয়েজউল্লাহ খতিবী'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী আমিন উল্লাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ। উদ্বোধক ছিলেন দলটির মজলিশে শুরা সদস্য এম.এ আউয়াল। প্রধান বক্তা ছিলেন প্রচার উপকমিটির সদস্য মাওলানা এনাম রেজা কাদেরী।

বিশেষ অতিথি ছিলেন— ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য মুফতি আহমদ হোসাইন আলকাদেরি, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম আল কাদেরী, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, আহলে সুন্নাত ওয়াল জামা'আত চন্দনাইশের সাধারণ সম্পাদক সৈয়দ মাওলানা আশিকুর রহমান হাফেজ নগরী, সহ-সভাপতি মাওলানা কাশেম আনসারী, মোছলেম উদ্দিন, মাওলানা আবু নাঈম রেজভী, ইসলামী ফ্রন্ট দোহাজারী পৌরসভা সভাপতি মাওলানা মুখতার হোছাইন শিবলী, চন্দনাইশ পৌরসভা সভাপতি মাওলানা আবু তালেব, সাতকানিয়া আংশিকের সভাপতি মাওলানা আব্দুল মুত্তালিব ছিদ্দিকুন্নবী।

চন্দনাইশ যুবসেনার সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা সভাপতি মুহাম্মদ এহসান উদ্দিন, দোহাজারী পৌরসভা সভাপতি জাবেদ হোসাইন জাকির, উপজেলা ছাত্রসেনা সভাপতি রাজিব হোসেন রিফাত, চন্দনাইশ পৌরসভা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, দোহাজারী পৌরসভা আহ্বায়ক আয়ূব আলী, আহলে সুন্নাত ওয়াল জামা'আত সাধারণ সম্পাদক মাওলানা কাশেম আনসারী, সহ-সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখা, মোছলেম উদ্দিন, মাওলানা আবু নাঈম রেজভী, মাওলানা আব্দুল গফুর রব্বানী, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দোহাজারী পৌরসভা, মাওলানা মিশকাতুল ইসলামী।

এ সময় আয়োজকরা জানান, কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়। বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী সমাবেশ ও র‍্যালিতে যোগ দেন। আগামী নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি প্রদর্শনের দিক থেকে এটি নির্বাচনী শোডাউনে পরিণত হয়েছে।