রাজশাহীর পবা উপজেলার বাগসারা মোড় এলাকার একটি ধানখেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানগাছের ফাঁকে পড়ে থাকা এক নারীর বিবস্ত্র মরদেহ দেখতে পান। পরে তাঁরা পবা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পবা থানার একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁর শরীরে কোনো কাপড় ছিল না এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে ধর্ষণের পর হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অনেকেই ভয়ে ধান কাটার কাজ বন্ধ করে দেন। নিহত নারীর পরিচয় কেউ শনাক্ত করতে পারেননি। ফলে পুলিশ প্রাথমিকভাবে তাঁকে ‘অজ্ঞাতনামা নারী’ হিসেবেই লাশ মর্গে পাঠিয়েছে।
জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, "ধর্ষণের আলামত আছে কি না, সেটি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর।" তিনি আরও বলেন, "ঘটনাস্থলে সিআইডির একটি টিম এসে আলামত সংগ্রহ করেছে। আমরা আশপাশের সম্ভাব্য অন্যান্য তথ্য খতিয়ে দেখছি।"
ওসি মনিরুল ইসলাম বলেন, "অজ্ঞাত লাশ শনাক্তে চেষ্টার পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে আমরা সক্রিয় আছি। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।" এদিকে, এই ঘটনা ঘিরে বাগসারা মোড় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই দাবি করছেন, মাঠে নারীদের একা যেতে ভয় লাগছে। কেউ কেউ বলছেন, অপরাধীদের দ্রুত খুঁজে বের না করলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।
স্থানীয় এক কৃষক বলেন, "সকালে ধান কাটতে গিয়ে এমন দৃশ্য দেখব, তা কল্পনাও করিনি। —এটা ভাষায় প্রকাশ করা যায় না।"
নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। ঘটনার তদন্তে রাজশাহী জেলা পুলিশের পাশাপাশি সিআইডি-ও কাজ করছে। একইসঙ্গে এলাকার জনপ্রতিনিধিরা স্থানীয়দের সহায়তা করে তথ্য দিতে আহ্বান জানিয়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীর গ্রেফতার দাবি করেছেন।
Comments