Image description

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন-এর আয়োজনে, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, পিএমজেএফ এর উদ্যোগে, রাজনীতিবিদ ও সমাজসেবক মো. রবিউল হকের সার্বিক সহযোগিতায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে (১৮ অক্টোবর) শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

লায়ন মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও লায়ন আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ।

এতে লায়ন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ টিম প্রায় পাঁচ শতাধিক রোগীকে সেবা প্রদান করেন। ৭৫ জন রোগী চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত হন, যাঁদের আগামী ১৭ই নভেম্বর লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, "চোখের আলো ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ লায়ন্স ক্লাব গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে লায়ন্স ক্লাবের মতো দেশের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।"  

বন্ধন লায়ন্স ক্লাব তাঁদের এ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন। 

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন তারেক কামাল, লায়ন মোহাম্মদ আলাউদ্দিন, সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, নাজিমুদ্দৌলা, লায়ন মো. পারভেজ, কোরবান আলী শাহেদ, মইনউদ্দিন মিন্টু, লিও জেলা সহ-সভাপতি সিফাতুল ইসলাম সামি, ট্রেজারার হোসেন মোহাম্মদ ইমরান নিক্সন, জয়েন্ট সেক্রেটারি মুনতাসির আলম, ইফতেখার আহমেদ জুয়েল, এডভোকেট জিয়া, সানি প্রমুখ।