Image description

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো: সোহেল (২৫), যিনি কুমিল্লার চৌদ্দগ্রামের লক্ষ্মীপুরের ফারুকের ছেলে, এবং মো: আবু বক্কর সিদ্দিক (১৪), যিনি চট্টগ্রামের ভূজপুরের জঙ্গল খৈয়ার আব্দুর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক দুর্ঘটনার একটি বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পড়ে আছে এবং দুটি রক্তাক্ত নিথর দেহ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ধাক্কা দেওয়া চট্টগ্রামমুখী এসি বাসটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম এবং দোহাজারী হাইওয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে যায়।

নিহত সোহেল চট্টগ্রাম শহরে ব্যবসা করতেন এবং তিনি দুই সন্তানের জনক ছিলেন। অপরজন তার কর্মচারী। রাতে চকরিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ মাহবুবুল আলম বলেন, "ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা মরদেহ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয় এবং নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে সুরতহাল শেষ করে লাশ হস্তান্তর করা হয়।" তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত বাইকটি থানা হেফাজতে রয়েছে।