পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মানিকগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে সরকারি দেবেন্দ্র কলেজে মানিকগঞ্জ ইসলামী হাসপাতালের আয়োজনে প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াতে ইসলামী উত্তরের সহকারী পরিচালক ও ইসলামী হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন, ইসলামী হাসপাতালের কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন, হাসপাতালের ইনচার্জ ফরিদ হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, কামিল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান, ইসলামী ব্যাংক হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সরকার মাসুদুর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ইসলাম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। পবিত্র সিরাতুন্নবী (সা.) এখন থেকে প্রতি বছর অনুষ্ঠিত হবে। এতে করে শিক্ষার্থীরা নবী করিম (সা.)-এর জীবন সম্পর্কে জানবে ও সে অনুযায়ী জীবন যাপন করতে পারবে বলে জানান আয়োজক কমিটি।
কুইজ প্রতিযোগিতায় আগামী শনিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পুরস্কার হিসেবে থাকবে ১ম পুরস্কার ২৫ হাজার টাকা, ২য় পুরস্কার ২০ হাজার টাকা, ৩য় পুরস্কার ১৫ হাজার টাকাসহ বিজয়ীদের মাঝে ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসা কার্ড প্রদান করা হবে।
Comments