Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে বিশাল জনসমাবেশ ও সমাবেশ শেষে ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ২টায় তাহিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ, ধর্মপাশা উপজেলা শাখা ও সহযোগী অঙ্গসংগঠনসমূহ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-০১ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী জনাব আনিসুল হক।

সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মো. বাদল মিয়া এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হুদা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত প্রায় ৩০ হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে জনাব আনিসুল হক বলেন, "বিএনপির প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। আসন্ন নির্বাচনে সুনামগঞ্জ-০১ আসনে আমি মনোনয়ন পেলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।"

তিনি আরও বলেন, "সকল ধর্ম-বর্ণের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ করেছিলেন, আজ তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে অগ্রসর হচ্ছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীরা মাঠে কাজ করছে। সুনামগঞ্জ-০১ আসনের প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় বিএনপির পক্ষে গণসংযোগ অব্যাহত রয়েছে। তিনি বর্তমান সরকারকে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।"

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি তাহিরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।