Image description

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।

বাজুস থেকে রোববার (২৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দর আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।

এর আগে গত ২২ অক্টোবর বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল। ওইদিন ভরিতে এক লাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন দাম তালিকা (২৭ অক্টোবর থেকে কার্যকর):

২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।

চলতি বছরের চিত্র: চলতি বছর বাজুস মোট ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৪৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ২০ বার কমানো হয়েছে। গত বছর ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।