চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আফরোজা (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে পৌরসভার পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আফরোজা নগরীর পাহাড়তলীর হাজী ক্যাম্প এলাকার নজরুল ইসলামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী।
তিনি বলেন, ‘ঢাকামুখী একটি সৌদিয়া বাসের ধাক্কায় ওই মহিলা নিহত হন। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, বুধবার দুপুরের দিকে ওই নারী রাস্তা পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকামুখী যাত্রীবাহী একটি সৌদিয়া বাস বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




Comments