ফুলবাড়ীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে র্যালী
"দুনিয়ার মজদুর এক হও, বাঁচার জন্য লড়াই করো" এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা শাখা ও লোড আন-লোড শ্রমিক ইউনিয়ন অফিস চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লোড আনলোডের শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান সাগর, জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ও উপজেলা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল মন্ডল, জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা লোড আনলোডের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিকুল, সহ-সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, প্রচার সম্পাদক আব্দুল্লাহ মিয়া, উপজেলা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের শ্রমিক সর্দার শামসুল হক প্রমুখ।
এ সময় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরেন।




Comments