Image description

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের মূল ফটকের উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিষা আফরিন, সমাজসেবা কর্মকর্তা কানিকা আক্তার, আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হামিদ, বিআরডিবি কর্মকর্তা কাজী সোয়াইব আজমী, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা কৃষি কর্মকর্তার উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অতিদ্রুত সময়ে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা যায়, গত ৪ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা কৃষিঅফিসে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম কৃষি প্রণোদনার তালিকা নিয়ে বিরোধের জেরে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধর করেন। মারধরের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।