Image description

নতুন ঘরের আনন্দে পিঠা খেতে গিয়ে বিপদে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর এলাকার একটি পরিবার। কালোজিরা ভেবে দানাদার কীটনাশক মিশিয়ে পিঠা বানানোর কারণে একই পরিবারের ১১ জন সদস্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই সবার বমি, মাথা ঘোরা, পেটে তীব্র ব্যথা ও জ্বরজ্বর ভাব শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত পাকস্থলী পরিষ্কার করে প্রয়োজনীয় চিকিৎসা দেন। বর্তমানে অধিকাংশ রোগীর অবস্থা স্থিতিশীল হলেও সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অসুস্থদের মধ্যে রয়েছেন সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।

জানা গেছে, নতুন ঘর নির্মাণের আনন্দে দুপুরে দাওয়াত ছিল। বিকেলে পিঠা তৈরির সময় পরিবারের সত্তরোর্ধ্ব সদস্য জুলেখা বিবি রান্নাঘরে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা মনে করে ময়দার সঙ্গে মিশিয়ে ফেলেন। এতেই বিপত্তি।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শাকির হোসেন জানান, “রোগীরা আসার সঙ্গে সঙ্গে লক্ষণ দেখে বোঝা যায় খাবারে কীটনাশকজাতীয় কিছু মেশানো হয়েছে। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।”

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে এটি সম্পূর্ণ ভুলবশত ঘটে যাওয়া দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।”