Image description

সিলেট মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশার ভাড়ার হার পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মঙ্গলবার মহানগর পুলিশের ফেসবুক পেজে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। 

পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এই খসড়া তালিকায় নগরের বিভিন্ন গন্তব্যে সর্বনিম্ন ভাড়া ৫০ টাকা এবং সর্বোচ্চ ১৮০ টাকা প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত তালিকায় দূরত্বের ভিত্তিতে ভাড়ার পাশাপাশি ঘণ্টা চুক্তিতে ভাড়ার বিধানও রাখা হয়েছে।

ঘণ্টা ভিত্তিক ভাড়া: প্রথম ঘণ্টার জন্য ১৫০ টাকা এবং পরবর্তী প্রতি ৩০ মিনিটের জন্য ৭৫ টাকা।

সর্বনিম্ন ভাড়া: নির্ধারিত সংক্ষিপ্ত দূরত্বের জন্য ৫০ টাকা।

রুট অনুযায়ী প্রস্তাবিত ভাড়ার তালিকা:

বন্দরবাজার/কোর্ট পয়েন্ট থেকে:

আম্বরখানা, টিলাগড়, এমসি কলেজ, শিবগঞ্জ, দক্ষিণ সুরমা বাস টার্মিনাল, ওসমানী মেডিকেল, রিকাবীবাজার, লামাবাজার পর্যন্ত: ৬০ টাকা।

পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, ইসলামপুর, মেজরটিলা: ৭৫ টাকা।

আখালিয়া, শাবিপ্রবি, কুমারগাঁও বাস টার্মিনাল: ৯০ টাকা।

টুকেরবাজার, শাহপরান মাজার গেট, খাদিম: ১২০ টাকা।

বিমানবন্দর, ক্যাডেট কলেজ, বড়শলা: ১৭৫ টাকা।

বটেশ্বর, পীরের বাজার: ১৮০ টাকা।

আম্বরখানা পয়েন্ট থেকে:

বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, মদিনা মার্কেট, সুবিদবাজার: ৬০ টাকা।

টিলাগড়, এমসি কলেজ, বালুচর, টুকেরবাজার: ৭৫ টাকা।

বড়শলা, ক্যাডেট কলেজ: ৯০ টাকা।

শাহপরান মাজার গেট, বিমানবন্দর, বাদাঘাট: ১২০ টাকা।

সালুটিকর: ১৫০ টাকা এবং লামাকাজী: ১৮০ টাকা।

রেলস্টেশন থেকে:

বন্দরবাজার, জিন্দাবাজার, তালতলা, নয়াবাজার: ৯০ টাকা।

ওসমানী মেডিকেল, লামাবাজার: ১২০ টাকা।

আম্বরখানা, মাজার গেট: ১৫০ টাকা।

কুমারগাঁও, টুকেরবাজার: ১৮০ টাকা।

অন্যান্য গুরুত্বপূর্ণ রুট:

মেন্দিবাগ (গ্যাস অফিস) থেকে বিমানবন্দর: ১৮০ টাকা।

কীন ব্রিজ/দক্ষিণ পাড় থেকে বিশ্বনাথ (কামাল বাজার হয়ে): ১৮০ টাকা।

মেন্দিবাগ থেকে শাহজালাল উপশহর/শিবগঞ্জ: ৫০ টাকা।

শাহী ঈদগাহ থেকে আম্বরখানা: ৫০ টাকা।

এই ভাড়ার তালিকা চূড়ান্ত করার আগে নগরবাসীর মতামত চেয়েছে পুলিশ। রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজ এবং পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই খসড়া তৈরি করা হয়েছে। এ বিষয়ে কোনো মতামত বা পরামর্শ থাকলে তা ফোন, ই-মেইল অথবা সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে।