Image description

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘নেভাল সিরাজকে তার ভিন্ন মতের কারণে হত্যা করা হয়েছিল। আমরা বাংলাদেশে এই ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ বহু মত ও বহু ধর্মের দেশ। এখানে মানুষ বিভিন্ন আচরণ করবে, বহু মত ধারণ করবে। মতপার্থক্যের কারণে কাউকে যেন অনিশ্চয়তায় থাকতে না হয় কিংবা হত্যাকাণ্ডের শিকার হতে না হয় আমরা সেটাই নিশ্চিত করতে চাই।’

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর ‘বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক’-এর ফলক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘আপনারা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন করুন। যার যে মত বা দলই হোক, নির্বাচনে যারা বিজয়ী হবে আমরা তাদের পেছনেই দাঁড়াব। যারা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা বিকৃত করতে চায় কিংবা ভোটকেন্দ্র দখল করতে চায়, তাদের আপনারা সেই সুযোগ দেবেন না। একটি সুন্দর নির্বাচন করাই হবে নেভাল সিরাজের স্মৃতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন।’

অনুষ্ঠানে অতিথিরা পাঁচদোনা-ডাঙ্গা চার লেন সড়কটি আনুষ্ঠানিকভাবে ‘বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ)’ এর নামে নামকরণের ফলক উন্মোচন করেন। এর আগে অতিথিবৃন্দ বীর প্রতীক নেভাল সিরাজের কবর জিয়ারত করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার এবং বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদের দ্বিতীয় সন্তান মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।