Image description

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রূপজিত কর রাজু (৩৬) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুল স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপজিত কর রাজু উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজু তার চাকরিজীবী স্ত্রীকে কর্মস্থল কুলাউড়ায় পৌঁছে দিয়ে সকালে মিরপুরে ফিরে আসেন। এরপর ফুরঞ্জন দেবসহ দুজনকে সঙ্গে নিয়ে তিনি নতুনবাজার এলাকায় হাঁটছিলেন। এ সময় শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। আহত ফুরঞ্জন দেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে প্রিয় শিক্ষকের মৃত্যুতে এলাকায় এবং মিরপুর সানশাইন মডেল হাইস্কুল পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম. শামছুদ্দিন জানান, শিক্ষক রূপজিত কর রাজুর আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববারের নির্ধারিত বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং বিদ্যালয় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।