Image description

১৯৭১ সালের ৮ ডিসেম্বর অন্যান্য জেলার ন্যায় কুমিল্লা জেলা পাকিস্তানী হানাদারমুক্ত হওয়ায় জেলা প্রশাসন কুমিল্লার উদ্যেগে প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালন করা হয়েছে। 

৮ ডিসেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে বর্ণাঢ্য বিজয় মিছিল বের হওযার পূর্বে জেলা প্রশাসক মু.রেজা হাসান ও জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কুমিল্লা মুক্ত দিবসের উদ্ধোধন ঘোষণা করেন। 

জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কুমিল্লার যৌথ উদ্যেগে বীরমুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে বিজয় মিছিলে অংশ গ্রহন করেন কুমিল্লা জেলা প্রশাসক মু.রেজা হাসান, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) রাশেদুল হক চৌধূরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সাইফুল মালিক, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমানসহ যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সরকারী, আধা সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা। বর্ণাঢ্য বিজয় মিছিলটি নগরীর বিভিন্ন দিক প্রদক্ষিন করে টাউন হল মাঠে এসে শেষ হয়।

কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি স্মরণ করার লক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং বিজয় মেলার আয়োজন করে থাকে। এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল, যখন বীর মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী কুমিল্লাকে পাকিস্তানী হানাদারদের থেকে মুক্ত করে।