যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমবারের মতো প্রবর্তিত ‘ফিফা শান্তি পুরস্কার’ দিয়ে বড়সড় বিতর্কের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলের সর্বোচ্চ সংস্থার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’।
গত ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন ইনফান্তিনো। তবে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’ ফিফার নৈতিকতা কমিটির কাছে ইনফান্তিনোর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের অনুরোধ জানিয়েছে। সংস্থাটির অভিযোগপত্রে বলা হয়েছে, ‘ইনফান্তিনো রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে ফিফার অন্তত চারটি নিয়ম স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন। একজন দায়িত্বরত রাজনৈতিক নেতাকে এ ধরনের পুরস্কার দেওয়া সংস্থার নিরপেক্ষতা নীতির পরিপন্থী।’
অভিযোগে আরও বলা হয়, ফিফা সভাপতি একতরফাভাবে সংস্থার লক্ষ্য, নীতি বা মূল্যবোধ নির্ধারণ করে এমন পুরস্কার দেওয়ার একক ক্ষমতা রাখেন না।
এদিকে, পুরস্কারটি গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। আমরা কঙ্গোতে লাখ লাখ জীবন বাঁচিয়েছি এবং ভারত-পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ শুরু হওয়ার আগেই থামিয়েছি।”
বক্তব্যে ট্রাম্প ফিফা সভাপতির প্রশংসাও করেন। টিকিট বিক্রিতে রেকর্ড গড়ার জন্য ইনফান্তিনোকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “জিয়ান্নি অসাধারণ কাজ করেছেন, যা ফুটবল এবং আপনার জন্য দারুণ ব্যাপার।”
তবে ফিফার মতো অরাজনৈতিক সংস্থার মঞ্চে এমন রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, যার প্রেক্ষিতেই এখন তদন্তের মুখে পড়তে পারেন ফিফা প্রধান।




Comments