Image description

ঘন কুয়াশা ও কনকনে শীতে কাঁপছে কিশোরগঞ্জ। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলার নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নিকলী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ এ বছরের প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো এখানে।

সরেজমিনে দেখা যায়, তীব্র শীতে জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। শীত নিবারণে অনেকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন।

অন্যদিকে তীব্র শীতের কারণে বোরো আবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। কুয়াশায় ধানের চারা নষ্ট হওয়ার ভয়ে তারা দুশ্চিন্তায় দিন পার করছেন।