Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার জগদীশপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. আব্দুল আজিজ (৪৬) উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামের মৃত আনছর আলীর ছেলে। তিনি জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানার এসআই মো. শাহানুর ইসলামের নেতৃত্বে এসআই নাজমুল হাসানসহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর বাজারে অভিযান চালায়। এসময় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে এজাহারভুক্ত আসামি আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোর্শেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় দায়ের করা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি হলেন এই আব্দুল আজিজ।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।