Image description

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের বেলওয়া ছাতনিপাড়া এলাকায় চার ছেলে ও দুই মেয়ে থাকা সত্ত্বেও চরম অমানবিক ও মানবেতর জীবনযাপন করছেন ৯০ বছর বয়সী বৃদ্ধা ফুলমণি মুর্মু। বর্তমানে মৃত ছোট ছেলের একমাত্র সন্তান ১৩ বছরের নাতি স্যামুয়েল হেমব্রমকে নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তার।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা ফুলমণির চার ছেলে ও দুই মেয়ে জীবিত থাকলেও দীর্ঘ দিন ধরে তারা মায়ের কোনো খোঁজখবর নেন না। সন্তানদের কাছে ব্রাত্য হয়ে পড়া এই বৃদ্ধা এখন তার অনাথ নাতিকে নিয়ে ভাঙা টিনের ঘরে নিরাপত্তাহীন অবস্থায় বসবাস করছেন। নূন্যতম চাহিদা পূরণের জন্য সরকারি বয়স্ক ভাতা পেলেও তা বর্তমান দুর্মূল্যের বাজারে অপ্রতুল। জীবন বাঁচানোর তাগিদে বৃদ্ধা দাদির মুখে অন্ন তুলে দিতে পড়াশোনা ছেড়ে শিশুশ্রমে যুক্ত হতে হয়েছে নাতি স্যামুয়েলকে।

প্রতিবেশীরা জানান, খাদ্য, নিরাপদ বাসস্থান ও সুচিকিৎসার অভাব বৃদ্ধা ও তার নাতির ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। উপযুক্ত সহযোগিতা না পেলে এই বয়সে বৃদ্ধার টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে ২ নম্বর পালশা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম রবিন জানান, ওই বৃদ্ধা বয়স্ক ভাতা ছাড়া অন্য কোনো সরকারি বড় ধরনের সহায়তা পাননি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।