Image description

ময়মনসিংহের ভালুকায় শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সুমন মিয়া (২৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন শ্রমিক।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী হাইজ্যাকের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া উপজেলার উথুরা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি ‘নিঝুরী গ্রিন টেক্সটাইল’ কারখানার ইউনিট-৩ এর কোয়ালিটি সেকশনে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ত্রিশাল উপজেলার কানাবাহাইল এলাকা থেকে শ্রমিকদের নিয়ে বাসটি কারখানার দিকে যাচ্ছিল। পথে নারাঙ্গী হাইজ্যাকের মোড়ে পৌঁছালে হঠাৎ বাসের একটি চাকা পাঞ্চার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা ২১ জন শ্রমিক আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। এদের মধ্যে সুমন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মানবকণ্ঠ/ডিআর