বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে তার পৈতৃক জনপদ ফেনী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদে মঙ্গলবার সকাল থেকেই ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়িতে (পৈতৃক বাড়ি) ভিড় করতে শুরু করেন স্বজন, দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা। সেখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দারা জানান, ফেনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার ছিল আত্মার সম্পর্ক। ফেনী-১ আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দলীয় কর্মসূচিতে ফেনী এলেই তিনি ছুটে যেতেন পৈতৃক ভিটায়।
স্থানীয়রা আক্ষেপ করে বলেন, ‘আমাদের আশা ছিল তিনি সুস্থ হয়ে আবারও এই বাড়ির আঙিনায় পা রাখবেন। কিন্তু সকালের একটি সংবাদে সবকিছু চিরদিনের জন্য ম্লান হয়ে গেছে। অভিভাবক হারানোর বেদনায় আজ কাঁদছে ফেনীর সর্বস্তরের মানুষ।’
উল্লেখ্য, সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ফেনী-১ আসনের প্রার্থী হিসেবে গতকাল (সোমবার) তার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নেতাকর্মীরা। তার পরদিন ভোরেই এলো এই বিয়োগান্তক খবর।
মানবকণ্ঠ/ডিআর




Comments