Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (৩৫তম ব্যাচ)।

সংগঠনটির সভাপতি মো. আবুবকর সরকার ও সাধারণ সম্পাদক মো. তুহিন হোসেন এক যৌথ শোকবার্তায় এই শোক প্রকাশ করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংসদীয় শাসনব্যবস্থা সুসংহতকরণ এবং গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ আরও বলেন, আপসহীন অবস্থান, দৃঢ় নেতৃত্ব এবং জনগণের অধিকার রক্ষায় তার অবদান তাকে একজন প্রভাবশালী রাষ্ট্রনায়ক হিসেবে চিরস্মরণীয় করে রাখবে।

৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর