Image description

‘মানবিক সেবা ও সুস্থ বিনোদনের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু ও দিনব্যাপী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার সুনেশ্বর গ্রামে সামাজিক সংগঠন ‘আল হুসাইনিয়া নব-জাগরণ সংগঠন’-এর উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন লাখাই উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি পারভেজ হাসান। এ সময় বিশিষ্ট মুরুব্বি আবু শমাসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সুনেশ্বর ও পার্শ্ববর্তী গ্রামবাসীর জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে দুটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। দেশ ও প্রবাসে থাকা সদস্যদের সহযোগিতায় চালু হওয়া এই সেবার পাশাপাশি স্থানীয়দের অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের সঠিক প্রশিক্ষণও দেওয়া হয়।

এছাড়া সুস্থ বিনোদনের লক্ষ্যে দিনব্যাপী শিশু, যুবক ও প্রবীণদের জন্য আলাদা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুদের জন্য অংক খেলা, ছড়া লিখন ও দৌড়; যুবকদের জন্য বল্লম নিক্ষেপ এবং প্রবীণদের জন্য ফুটবল ও ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক পারভেজ হাসান বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে আল হুসাইনিয়া নব-জাগরণ সংগঠনের এই উদ্যোগ দৃষ্টান্তমূলক। মানবিক সেবার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির এই প্রচেষ্টা প্রশংসনীয়।’

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর