Image description

চাঁদপুরের কচুয়ায় এডুকেশন রিফর্ম ইনেশিয়েটিভের (ইআরআই) উদ্যোগে যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে ‘জেন-জেড কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলার কাদলা ইউনিয়নের বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআই সংস্থার চেয়ারম্যান ড. আ ন ম এহসানুল হক মিলন।

বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইআরআই সংস্থার প্রধান নির্বাহী নাজমুন নাহার বেবী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক জোবায়ের আহমেদ এবং কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. জাহিদ হোসাইন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল। কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আনাছ আল জায়েদ এবং বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের প্রভাষক নুপুর রানী সাহার যৌথ সঞ্চালনায় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কনফারেন্সে কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।