Image description

বরগুনার আমতলীতে পুকুরের পানিতে ডুবে আয়েশা মনি (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা মনি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চিলা গ্রামের প্রবাসী মতি মৃধার একমাত্র সন্তান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, আয়েশা মনি গোসল করার জন্য মাথায় শ্যাম্পু দিয়ে বাড়ির সামনের পুকুরে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হলদিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য নাজমুল হাসান ঝন্টু তালুকদার বলেন, “শিশুটি পরিবারের একমাত্র সন্তান ছিল। তার বাবা প্রবাসে থাকেন। হাসপাতাল থেকে মরদেহটি বাড়িতে আনা হয়েছে।”

স্থানীয়রা জানান, আয়েশা মনির মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।