Image description

রাজশাহীর বাঘা উপজেলায় ইসরাত জাহান সুমি (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার পৌরসভার পাকুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সুমি ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পরিবারের সবার অগোচরে সুমি নিজের ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহনন করে। সকালে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় সুমির ঘরের জানালা ভাঙেন। জানালা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে তারা সুমিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পান। 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’