
হবিগঞ্জের বাহুবলে ১২ কেজি গাঁজাসহ আব্দুল হেকিম (৫৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার মিরপুর এলাকার রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল হেকিম ওই গ্রামের মৃত মঞ্জব আলীর ছেলে।হুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১২ কেজি গাঁজাসহ আব্দুল হেকিমকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, ‘এ উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে।’
Comments