Image description

ঝালকাঠিতে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। 

এ সময় বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার উদ্যোগ একটি দলের এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা। তারা অভিযোগ করেন, সরকার একতরফা নির্বাচনের পথে হাটছে। নভেম্বর মাসে গণভোট এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, গণমানুষের পাঁচ দফা দাবি মেনে নিলে জাতি রাজনৈতিক সংকট থেকে মুক্তি পাবে। এতে শুধু জামায়াত নয়, গোটা জাতির মঙ্গল হবে বলেও মন্তব্য করেন তারা।

ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, তৃতীয় দফায় আমরা পিআর পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করছি। সরকার যদি এই দাবিগুলো উপেক্ষা করে, তাহলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান। 

এসময় জেলা জামায়াতের নায়েবে আমির বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি এসএম ফরিদ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।