Image description

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের ভিত্তি প্রদান, গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আল-আমিন বি এ ওহাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক, জেলা সহ-সভাপতি ডাঃ আতাউর রহমান খান, জেলা যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি তালুকদার দেলোয়ার হোসেন, শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মোঃ বশিরউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, "আমাদের পাঁচ দফা দাবি যৌক্তিক। সরকার প্রধানের উচিত দ্রুত সময়ের মধ্যে এগুলো মেনে নেওয়া। আমরা সরকার প্রধানকে বলতে চাই, আমাদের দাবি মেনে নিতে আর তালবাহানা করবেন না। আমাদের দাবি দ্রুত মেনে নিন। আমরা মনে করি, এই দাবি শুধু আমাদের একার নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের দাবি।"