হাত ধোয়ার নায়ক হোন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
এই উপলক্ষে এক র্যালি ও উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার প্রমুখ।
Comments