Image description

"হাত ধোয়ার নায়ক হোন" স্লোগানকে সামনে রেখে বাউফল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।

ইউএনও আমিনুল ইসলাম বলেন, "পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অনেক সময় মানুষের মধ্যে রোগ জীবাণু স্থানান্তরের মাধ্যম হয়ে থাকে হাত। তাই আমাদের এই হাত ধোয়ার গুরুত্ব আছে। আমরা সুস্থ জাতি গঠন করতে চাই।"

তিনি আরও বলেন, "আমরা আমাদের জাতিকে হিরো বানাতে চাই। আগামী প্রজন্ম যারা জাতিকে পরিচালনা করবে তারা সুস্থ হয়ে বেড়ে উঠুক এই প্রত্যাশা রাখি। আমরা আমাদের আগামী প্রজন্মকে হিরো হিসেবে দেখতে চাই। সবাইকে উজ্জ্বল নক্ষত্র হতে হবে। তাহলে আমরা সেই উজ্জ্বল নক্ষত্রকে অনুসরণ করবো।"

এ সময় উপস্থিত ছিলেন বাউফল জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী মাকসুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, ব্র্যাক ওয়াশ প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।