Image description

নওগাঁর বদলগাছী উপজেলায় ভোর রাতে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আসলাম হোসেন (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোরের দিকে উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামে এই ঘটনা ঘটে।

আসলাম হোসেন পারিচা গ্রামের মোলায়েম হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরে আসলাম হোসেন ডাব চুরি করার উদ্দেশ্যে পারিচা গ্রামের এক ব্যক্তির ডাব গাছে ওঠেন। ডাব পেড়ে নিচে নামার সময় অসাবধানতাবশত পা ফসকে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। যেহেতু এটি একটি দুর্ঘটনা এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।