Image description

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি গায়েবী মসজিদ এলাকায় পুলিশের হেফাজত থেকে হাতকড়া সহ পালিয়ে যাওয়া আসামি মো. মাহবুব আলমকে নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (২৬ অক্টোবর) ভোররাতে চান্দগাঁও থানাধীন ফয়জুল্লা বলির বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া পলাতক আসামি মোহাম্মদ মাহবুব আলম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর পৌনে পাঁচটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সিডিএমএস পর্যালোচনা করে মো. মাহবুব আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় নাশকতা এবং মাদকের ৬টি মামলার তথ্য পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর দুপুরে নগরীর পাঠানটুলি গায়েবী মসজিদের সামনে থেকে মাহবুবকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে উঠানো হয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজনের সাথে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। এ সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি ফেলে গাড়ি থেকে পালিয়ে যায়।