বিভিন্ন নামে আইসক্রিম তৈরির দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কোম্পানীর কোম্পানির নাম ও অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম তৈরির দায়ে “জেসি” নামক এক আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে অবস্থিত জেসি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শিমরাইলকান্দি গ্রামে অবস্থিত জেসি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন কেমিক্যাল ও বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জেসি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।




Comments