দশমিনায় গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীর দশমিনায় গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি, পথসভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার আদালতপাড়া দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার সদর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মিজান হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. লিয়ার হোসেন, সদস্য সচিব মিলন মাতব্বর, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে. এম. ইমরান শাহীন, সিনিয়র সহ-সভাপতি রফিক মহল্লাদার ও সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার”—এই মূলনীতিকে সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকেই গণঅধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামে নিয়োজিত। ২০২১ সালের ২৬ অক্টোবর প্রতিষ্ঠিত এ দলটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন হিসেবে দেশের গণমানুষের পাশে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, দশমিনা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। দক্ষিণ বাংলার কৃতি সন্তানদের নেতৃত্বে গণঅধিকার পরিষদ আগামী দিনে জনআস্থা অর্জন করে বিপুল ভোটে বিজয়ী হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।




Comments