ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৪ লিটার চোলাই মদ ও ২২০ লিটার উপকরণসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার পৌর শহরের মধ্য ভালুকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— হলেন মধ্য ভালুকা ব্রীজ সংলগ্ন মুরাদ রবিদাসের ছেলে বিশ্বনাথ রবিদাস (৬০), বিশ্বনাথ রবিদাসের স্ত্রী মিনা রবিদাস (৫৫), মৃত জীবন রবিদাসের স্ত্রী সবিতা রবি দাস (৪৫) ও মৃত জীবন রবিদাসের ছেলে তাপস রবিদাস (৪৫)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে পৌর শহরের ভালুকা ব্রীজ সংলগ্ন ঋষি বাড়িতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ১৪ লিটার চোলাই মদসহ ২২০ লিটার উপকরণ উদ্ধার করে। এ সময় মদ তৈরিতে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বসতঘরের মেঝে খুঁড়ে চোলাই মদের গোপন মজুদ রেখে ব্যবসা করে আসছিল।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, ‘আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।




Comments