আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য চট্টগ্রাম নগর ও উপজেলার ১৬টি সংসদীয় আসনে মোট ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত ৪২ জন ম্যাজিস্ট্রেটের মধ্যে চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানা এলাকার তদারকিতে রয়েছেন ১২ জন ম্যাজিস্ট্রেট। এছাড়া জেলার ১৫টি উপজেলার জন্য নিয়োগ দেওয়া হয়েছে ৩০ জন ম্যাজিস্ট্রেটকে। তারা নির্বাচনি এলাকায় ঘুরে ঘুরে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা শুক্রবার (১২ ডিসেম্বর) থেকেই তাদের দায়িত্ব পালন শুরু করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের দুই দিন পর পর্যন্ত তারা মাঠে থাকবেন। নির্বাচনি পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে তারা নিরলসভাবে কাজ করবেন।




Comments