Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের পর গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

এ সময় নতুন ভোটার ও তরুণদের উদ্দেশে তিনি বলেন,আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে তরুণদের আর ন্যায্য অধিকারের জন্য আন্দোলনে নামতে হবে না। লেখাপড়া শেষে ন্যায্যতার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা গেলে তরুণরা দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

খায়রুল হাসান বলেন, গাজীপুর-৫ আসনে তিনি গত প্রায় দেড় বছর ধরে ধারাবাহিকভাবে মাঠপর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে এলাকাটিকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য জনপদে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, এই আসনে মাদক ও সন্ত্রাস বড় চ্যালেঞ্জ। নির্বাচিত হলে এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে জামায়াত প্রার্থী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হবে। কালীগঞ্জে বিদ্যমান ৫০ শয্যার হাসপাতালকে আধুনিকায়ন ও শয্যা সংখ্যা বৃদ্ধির পরিকল্পনার কথাও জানান তিনি।

তরুণ ও যুবসমাজের জন্য পরিকল্পনার কথা তুলে ধরে খায়রুল হাসান বলেন, বেকার যুবকদের কর্মমুখী করতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষিভিত্তিক এই জনপদে কৃষকদের জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ ও সার্বিক সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তরুণদের কাছে গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদী।

নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে খায়রুল হাসান বলেন, অতীতের কয়েকটি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার ও স্থানীয় প্রশাসনের ওপর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো অপশক্তি যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে।

মানবকণ্ঠ/ডিআর